নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহন ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কৃষন সাহা। সোমবার দুপুরে মটর শ্রমিক কল্যান সুপার মার্কেট চত্বরে নির্বাচনী উপ-পরিষদের চেয়ারম্যান দেওয়ান আফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারন সম্পাদক মামুনুজ্জামান মামুন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব আহসান রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহউদ্দীন খান টিপু, সাধারন সম্পাদক দেওয়ান ফরিদ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক এস,এম মতিউজ্জামান, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৫ জন কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরন করে নেয় এবং অনুষ্ঠানের সভাপতি দেওয়ান আফাজ উদ্দীন তাদেরকে শপথ বাক্য পাঠ করান।#
একটি মন্তব্য পোস্ট করুন