আতাউর শাহ্ : নওগাঁয় গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন এর নেতৃত্বে নওগাঁ জেলা গোয়ন্দা শাখা ডিবি, এস.আই মিজানুর রহমান মিজান, ও তার সহযোগী এ.এস.আই সোহেল, এ.আস.আই রাব্বানীসহ সঙ্গীয়ফোর্স, ক্রেতা সেজে অভিনব কায়দায় নারীসহ ৩ মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ আটক করছেন।
আটককৃত বাক্তিরা হলেন, কুজাপাড়া গ্রামের বাবলু হোসেনের পুত্র শাহীন(২৬) ও মিন্টু হোসেনের স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ী হেনা বেগম, দাসকান্দি গ্রামের মৃত তামেজ উদ্দিনের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী বকুল হোসেন(৩০) কে আটক করেছেন নওগাঁ গোয়ন্দা শাখা ডিবি। ডিবি সুত্র যানা যায় দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ওসি) কে এম শামছুদ্দিন বলেন, আটক মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন