এখন বঙ্গবন্ধু ঘরে ঘরে রয়েছে--: খাদ্যমন্ত্রী

এখন বঙ্গবন্ধু ঘরে ঘরে রয়েছে--: খাদ্যমন্ত্রী

রায়হান আলম: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই বলেছেন, আমার মানুষ যদি পেট ভরে ভাত খেতে না পায়, শান্তিতে ঘুমাতে না পারে, ঠিক মত কাপড় পড়তে না পাড়ে তাহলে আমার স্বাধীনতা বৃথা হয়ে যাবে। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে সংবিধান দেওয়া থেকে আরম্ভ করে যে কাজ গুলো করেছেন তার জীবন দশায় সেগুলো পুরন করে যেতে পেরেছে। এছাড়াও কৃত্রিম সংকট তৈরী করে বিদেশেী চক্র এবং যারা বাংলাদেশকে চায় নাই বঙ্গবন্ধুকে বিপর্যন্ত করার চেষ্ট করেছে। কিন্ত বঙ্গবন্ধু বিপর্যন্ত হয় নাই। এখন বঙ্গবন্ধু ঘরে ঘরে রয়েছে এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে প্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে সারা বিশে^ উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন খাদ্য আগে আমরা মঙ্গলা পিরিতে ছিলাম ভাতের মাড়, শালুক, কচু খেতাম এবং সেখানে আমরা স্বংয় সম্পূর্ন এবং প্রায় ১৯ লাক্ষ মেট্রিকটন খাদ্য সরকারী ভাবে মজুদ রযেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত রয়েছে।
তিনি মঙ্গলবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর জন্মশর্ত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। পরে একে এক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা বেসরকারী ও সামাজকি সাংস্ক্রতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতয়ি ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরোবতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget