সালমান ফার্সী (সজল,নওগাঁ) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় ‘দৈনিক গণমানুষের আওয়াজ’ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরী থেকে এক শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড: তোফাজ্জল হোসেন। শোভাযাত্রা শেষে প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, রানীনগর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন, সাংবাদিক তন্ময় ভৌমিক, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আশরাফুল নয়ন, দৈনিক গণমানুষের আওয়াজ এর জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু ,সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক মো.আব্বাস আলী, সাংবাদিক লোকমান, সাংবাদিক আতোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন