নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর তিলকপুরে মোছা: শারমিন আক্তার (১৬) কে মারপিট করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন সকলেই পলাতক রয়েছে।
গৃহবধু শারমিন আক্তার জেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর দক্ষিণপাড়া গ্রামের মো: সুমন হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের আব্দুস সাত্তারের কন্যা। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় নওগাঁ থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে বলে জানান নওগাঁ থানার পরিদর্শক আব্দুল বারিক।
পরিদর্শক আব্দুল বারিক, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, গৃহবধূকে মারপিট করে হত্যার পর আত্মহত্যা বলে দেখানোর জন্য গলায় ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানায়।
নওগাঁ থানার ওসি মো: সোরোওয়ার্দী হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও জানান ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন