আতাউর শাহ্, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০টায় উপজেলার ভরতঁতুলিয়া গ্রামের সেভেন স্টার শপিং মলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ভরতঁতুলিয়া গ্রামের নাসের উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক বাড়ি থেকে মােটরসাইকেল নিয়ে বের হয়ে যায়। রাত ১০টায় ভরতঁতুলিয়া গ্রামের সেভেন স্টার শপিং মহলের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােসলিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রােববার সকাল নওগাঁ মর্গ প্রেরণ করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। দূর্ঘটনাজনিত আঘাত বা অন্যকােন কারণ হতে পারে। তবে ময়না তদন্তের রির্পােট পেলে প্রকৃত বিষয় জানা যাবে। ঘটনায় থানায় অপমত্যুর মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন