নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ২৬৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ৬ হাজার ৮শত টাকা। ধৃত চোরাচালানীদরে বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৪ বিজিবি পত্নীতলায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর এএএসএম রবিউল হাসান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৭টায় পাগল দেওয়ান বিওপির নায়েব সুবেদার ইদ্রিস আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা রুপনায়ারণপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়া গতকাল শুক্রবার রাত ১টার তেরগাতি এলাকায় অভিযান চালায় পাগলদেওয়ান বিওপির সদস্যরা। অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের জবেদ মন্ডলের ছেলে তানজিল হোসেন (৪০) কে আটক করে। এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে কালুপাড়া বিওপির হাবিলদার সেলিম হোসেনের নেতৃত্বে উস্তামাবাদ গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ জগৎনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিল্লাহ হোসেন (২৪) এবং জাহানপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪০) কে আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ৬ হাজার ৮শত টাকা। আটক চোরাকারবারী তিন জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget