নওগাঁয় করোনা সন্দেহে চিকিৎসার অভাবে শরীরে জ্বর নিয়ে ঢাকা থেকে আসা আল আমিনের মৃত্যু

নওগাঁয় করোনা সন্দেহে চিকিৎসার অভাবে শরীরে  জ্বর নিয়ে ঢাকা থেকে আসা আল আমিনের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ঢাকা নারায়নগঞ্জ থেকে আসা আল আমিন (২২) নামের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ীতে উঠতে দেয়নি গ্রামবাসি। যুবককে ৩টি হাসপাতালে চিকিৎসা প্রদান না করে করোনা সন্দেহে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে আল আমিনের মৃত্যু হয়। আজ রবিবার সকাল ১১ টার দিকে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত যুবক আল আমিন রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের অলঙ্কারদীঘি গ্রামের কৃষক মকলেছুর রহমানের ছেলে। আল আমিনের বাবা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে ঢাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। শুক্রবার রাতে আল আমিন গায়ে প্রচন্ড জ্বর আর কাশি নিয়ে খুব অসুস্থ অবস্থায় ঢাকা থেকে নওগাঁতে এসে পৌছে। এরপর শনিবার সকালে বাড়ীতে আসার সময় সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহে স্থানীয় মেম্বার ও গ্রামের কতিপয় লোকজন তাকে গ্রামে উঠতে দেয়নি। ফলে বাধ্য হয়ে সকালেই এলাকার ভেটি স্ট্যান্ড থেকে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কোন চিকিৎসা না করেই ফিরিয়ে দেয়। এরপর আবারও ছেলেকে ফিরে নিয়ে ভেটি কমিউনিটি ক্লিনিকের বারান্দায় মূর্মূষ অবস্থায় রাখা হয়। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ছেলেকে চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। সেখানেও ডাক্তাররা দেখেই হাতে কাগজ ধরিয়ে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। নওগাঁ সদর হাসপাতালে পৌছার পর সেখানেও কোন চিকিৎসা না দিয়ে রাজশাহী নিয়ে যান বলে হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কিছু ওষুধ ও ইনজেশন লিখে দিয়ে চলে যান চিকিৎসকরা। সেগুলো দিয়েও আমার ছেলের শরীরের জ্বর কমে না। অবশেষে আমার ছেলে সুষ্ঠু চিকিৎসার অভাবে মারা গেলো। কিন্তু কোন হাসপাতালের চিকিৎসকরা আমার ছেলেকে পরীক্ষা করে দেখলো না যে আল আমিন করোনা ভাইরাসে আক্রান্ত কি না। অপরদিকে নওগাঁয় ২৪ঘন্টায় ৫৫১ জনকে নতুন করে হোম কোয়ারেনটিন-এ পাঠানো হয়েছে। ১৪দিনের মেয়াদ শেষ হওয়ায় ১০৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৩৮ জন।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget