করোনা সতর্কতায় নওগাঁয় "রূপসী নওগাঁ"র লিফলেট বিতরণ

করোনা সতর্কতায় নওগাঁয় "রূপসী নওগাঁ"র লিফলেট বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস বিষয়ের সচেতনতা বাড়াতে নওগাঁ শহরে লিফলেট বিতরণ করেছে নওগাঁর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন "রূপসী নওগাঁ " ।সোমবার  শহরের ব্রীজের মোড় থেকে শুরু করে গোস্তহাটির মোড়, কেডির মোড়, মুক্তির মোড় ও  সদর হাসপাতাল এলাকায় করোনা ভাইরাস বিষয়ের সচেতনতা বাড়াতে নওগাঁ শহরে লিফলেট বিতরণ করা হয়।

করোনা ভাইরাস করনীয় এবং আইইডিসিআরএর হট লাইন নম্বরসহ গণসচেতনতার লক্ষ্যে এ লিফলেট বিতরণে সময়স্বতস্ফুর্ত অংশ নেন রূপসী নওগাঁ সংগঠনের প্রতিষ্ঠিতা ও সভাপতি মো. খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সহ সভাপতি আব্দুস সোবহান, পরিচালনা কমিটির সদস্য নাসিবুল হাসান রাফি, আহসান হাবিব মহন, ফারুক হোসাইন, সৈয়ব আহমেদ সিয়াম, সাজু রহমান সুজন,  লিজেন আহমেদ, বৃষ্টি প্রমুখ।

প্রত্যেকের হাতে লিফলেট ধরিয়ে দিয়ে নিজের এবং বাড়ীতে থাকা মানুষের প্রতি সচেতনতা পারে এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে। কোন কিছু খাওয়ার আগেই বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং অসুস্থ হলে সাথে সাথে আইইডিসিআর এর নম্বরে ফোন বা হাসাপাতালে বিস্তারিত জানানোর আহব্বান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget