নওগাঁ সদর ইউ.এন.ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌঁছে দিলেন
নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে খাবার পৌছে দিচ্ছেন নওগাঁর সদরের ইউ এন ও। গত সোমবার রাতে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মকুল ইউপি সদস্য আব্দুল মানিক ও আজিজুল হক রাতভর ঘুরে- ঘুরে দরিদ্র পরিবারগুলোতে গিয়ে চাল, ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীর সহ ১৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরন করেন।
উপজেলায় এসব দরিদ্র মানুষের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়াও এসব কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানানো হয়।