রাজধানীর ছয়টি এলাকার ১৬টি ওয়ার্ডে কলেরার টিকা দেয়ার কর্মসূচি বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। এক বছরের বেশি বয়সী সবাইকে এ টিকা খাওয়ানো হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এলাকাগুলো হলো- মোহাম্মদপুর, আদাবর, দারুসসালাম, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও লালবাগ। এসব এলাকার ১৬টি ওয়ার্ড হলো- ৯, ১০, ১৪, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৫৫, ৫৬ ও ৫৭ নং।
মঙ্গলবার রাজধানীতে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে অধিদফতরে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও সিডিসি লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহ নীলা ফেরদৌসী টিকা কর্মসূচির উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন। টিকাদান কর্মসূচির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে কলেরা নির্মূলে বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘কয়েকটি প্রাচীন পানিবাহিত রোগ, যার প্রাদুর্ভাব গঙ্গা বদ্বীপ থেকে শুরু করে ইউরোপ-আমেরিকা পর্যন্ত বিস্তৃত। নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা কলেরা রোগের প্রাদুর্ভাবের জন্য বিশেষভাবে দায়ী। কলেরা একটি ডায়রিয়া জাতীয়রোগ, যা দেহে দ্রুত পানিশূন্যতার সৃষ্টি করে এবং সময়মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ থেকে ৪০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়।’
‘২০৩০ সালের মধ্যে কলেরা নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দিক-নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা বাংলাদেশের পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি টিকাদানকে প্রাধান্য দিয়েছে।’
‘বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এবং ঢাকার দুই সিটি করপোরেশনের সহায়তায় আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের) এ টিকাদান কার্যক্রম পরিচালনা করবে।’
একটি মন্তব্য পোস্ট করুন