নওগাঁয় অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭দিন ব্যাপী একুশের বই মেলা ও অনুষ্ঠান মালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। সংগঠনের সভাপতি এ্যাড: ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দেশ বরেন্য লেখক ও গবেষক এবং একুশের পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক স্বরোচিষ সরকার, সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেল, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মাদক ও জঙ্গীবাদ নির্মুলের জন্য সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং আ: জব্বার নামের এক ভাষা সৈনিককে (মরোনত্তর) পদক ক্রেষ্ট ও উত্তরিও প্রদান করেন। তার পক্ষে গ্রহন করেন তার ভাতিজা এবং একুশে পরিষদের উদ্যোগে জেলার বদ্ধভুমি নিয়ে গবেষনামুলক বই “রক্ত ঋন ১৯৭১“ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে শতকন্ঠে জাগরনের গান ও নৃত্য পরিবেশিত হয় এবং নাটক মঞ্চস্থ হয়। বই মেলার সমাপনি দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। বিভিন্ন বয়সের নারী পুরুষর ছাত্র-ছাত্রীরা বই কিনতে ব্যস্ত ছিল তারা।
একটি মন্তব্য পোস্ট করুন