চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পাঁচ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত মেয়র পদে ফরম সংগ্রহকারীরা হলেন- মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মাদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সাবেক যুগ্ম সম্পাদক মো. এরশাদ উল্লাহ।
বেলাল আহমেদ জানান, মনোনয়নপত্র বিতরণের প্রথমদিন আজ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন। বুধবারও মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেয়রপ্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকার ও মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেয়া হবে।
এদিকে নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪৩টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার জন্য দলের পক্ষ থেকে চট্টগ্রামের ৬ নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে হস্তান্তর করবেন। আগ্রহীরা বৃহস্পতিবার পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, এস এম সাইফুল ও মঞ্জুরুল আলম মঞ্জু।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ।
একটি মন্তব্য পোস্ট করুন