বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১৮-১৯ অর্থবছরে মোট আয় করে ৫ হাজার ৭৯৫ কোটি টাকা। ব্যয় করে ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা। ফলে ওই অর্থ বছরে বিমানের নিট লাভ হয় ২১৭ কোটি ৮০ লাখ টাকা। আবার চলতি অর্থবছরে ২০১৯ সালের জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এবং পূর্বনিট লাভ হয় ৪২৩ কোটি টাকা।
রোববার জাতীয় সংসদে এমপি আবুল কালাম আজাদের লিখিত প্রশ্নের জবাবে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ১২টি এবং লিজের ৬টি বিমানসহ মোট ১৮ টি উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে ১২টি দেশে ১৭টি এবং অভ্যান্তরীণ রুটে ৭টি স্টেশনে যাতায়াত করছে, যা পূর্ববর্তী যে কোনো সময়ের চেয়ে বেশি। এ ছাড়া বিমানের যাত্রীদের ব্যাগেজ ডেলিভারির সময় প্রথম ব্যাগেজ ১৮ মিনিট এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যার ফলে যাত্রীসেবার মান বেড়েছে।
তিনি বলেন, বিমানের দুর্নীতি ও ব্যয় সংকোচনের জন্য প্রশাসনকে ঢেলে সাজান হয়েছে। ফলে বিমানের দুর্নীতি বহুলাংশে কমে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন