নওগাঁয় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওয়াশিমুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উপ-প্রধান ডিসপ্লে কর্মকর্তা সৈকত সরকারসহ প্রমুখ। পরে ৩৮টি স্কুলের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন