সালমান ফার্সী: রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুহদ স্বপন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় হুইপের গানম্যান এএসআই কামাল এবং গাড়ির চালক আহত হয়েছেন। প্রাথমিক ভাবে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে রাজশাহী হয়ে জয়পুরহাটের কালাইয়ের পৌর মেয়র হালিমুল আমল জনের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন স্বপন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁ মান্দা সড়কের ফেরিঘাট এলাকায় একটি ট্রাক্টোরের সঙ্গে ধাক্কা লাগে। এতে হুইপ স্বপন আহত হন। এ ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়।
জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় হুইপ স্যার হাতে এবং পায়ে কিছুটা ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী থেকে বিকেল ৪টার ফ্লাইটে ঢাকায় যাবেন তিনি।
দুর্ঘটনার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি মোবাইলে বেশ কয়েকবার হুইপের খবর নেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে রাজশাহী হয়ে জয়পুরহাটের কালাইয়ের পৌর মেয়র হালিমুল আমল জনের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন স্বপন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁ মান্দা সড়কের ফেরিঘাট এলাকায় একটি ট্রাক্টোরের সঙ্গে ধাক্কা লাগে। এতে হুইপ স্বপন আহত হন। এ ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়।
জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় হুইপ স্যার হাতে এবং পায়ে কিছুটা ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী থেকে বিকেল ৪টার ফ্লাইটে ঢাকায় যাবেন তিনি।
দুর্ঘটনার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি মোবাইলে বেশ কয়েকবার হুইপের খবর নেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.