নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বইমেলায় কাব্যগ্রন্থ ‘¯স্রষ্টার প্রেমে মুক্তির ব্যাকুলতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে বইমেলায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন, কবি ও গবেষক মো. আতাউল হক সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বইমেলার আয়োজক একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইচ পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, রোটারিয়ান চন্দব দেবসহ অন্যান্যরা।
বইটির লেখক- গুলজার রহমান। তিনি নওগাঁর পতœীতলার উপজেলার খিরসীন গ্রামে মধ্যবিত্ত পরিবারের সন্তান। শৈশব থেকেই তিনি কবিতা, গান, হামদ ও নাত সহ বিভিন্ন লেখালেখির সাথে সম্পৃক্ত। পাশাপাশি তিনি একজন সফল পল্লী চিকিৎসক। কবি এ বইটিতে তার কবিতার মাধ্যমে শ্রষ্টাকে পাওয়ার জন্য সৃষ্টির মনে তার তৈরী হবে অফুরন্ত ভালবাসা, ব্যাকুলতা ওউদ্দীপনা, আশা-প্রত্যাশা বুঝাতে চেয়েছেন। শ্রষ্টার প্রেমে সাথে জাগ্রত হবে দেশপ্রেম, মানবপ্রেম ও সৃষ্টির প্রেম।
একটি মন্তব্য পোস্ট করুন