সালমান ফার্সী (সজল নওগাঁ) : নওগাঁয় তিনদিন ব্যাপী ‘জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২০’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ টেনিস ক্লাবের আয়োজনে টেনিস মাঠে ফেন্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ।
এসময় নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী আবু সাহিদ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলায় নওগাঁ সহ ১০টি জেলার ৬-১৮ বছর বয়সি ১৬৫ জন খেলোয়ার একক ভাবে অংশ নিবে। ঢাকার বাহিরে নওগাঁয় এই প্রথম ‘জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট’ খেলা। উদ্বোধনী খেলায় নওগাঁ এবং বিকেএসপি অংশনেয়।
একটি মন্তব্য পোস্ট করুন