সালমান ফার্সী (নওগাঁ): বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনা ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের স্পনসর্ডের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হারুন-অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহ মো. আবু শালেহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১০মার্চ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সালমান ফার্সী (নওগাঁ): বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনা ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের স্পনসর্ডের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হারুন-অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহ মো. আবু শালেহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১০মার্চ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.