নওগাঁর আত্রাইয়ে হারপিক খেয়ে অনিমা রাণী সাহ্ (৫৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ অনিমা রাণী উপজেলার বান্ধাইখাড়া গ্রামের হিন্দুপাড়া এলাকার শ্রী বিবেকানন্দের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সবার অজান্তে অনিমা রাণী তার নিজ শয়ন কক্ষে হারপিক পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এবিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি এবং এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সবার অজান্তে অনিমা রাণী তার নিজ শয়ন কক্ষে হারপিক পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এবিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি এবং এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন