মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগরে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতা চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
শুক্রবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানার ওসি জহুরুল হকের সভাপতিত্বে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় গহেলাপুর উচ্চ বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গত ৬ ফেব্রুয়ারি উপজেলার উচ্চ বিদ্যালয়ের ১০টি বালক দল ও ১০ বালিকা দল নিয়ে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন