ফেব্রুয়ারী 2020
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় মহিলা আওয়ামীলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

রাসেল রানা (নওগাঁ): নওগাঁয় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা আওয়ামীলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান ও সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী, জেলা স্বেচ্ছালীগের সভাপতি নাছিম আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ীমীলীগ নেতা শাহ পরান নয়ন, মাহিম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা লীগের সহ-সভাপতি সোমা মজুমদার, সাধারন সম্পাদক লিপি সাহা, ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

নওগাঁয় তিনদিন ব্যাপী জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

সালমান ফার্সী (সজল নওগাঁ) :
নওগাঁয় তিনদিন ব্যাপী ‘জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২০’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ টেনিস ক্লাবের আয়োজনে টেনিস মাঠে ফেন্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ।
এসময় নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী আবু সাহিদ,  যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলায় নওগাঁ সহ ১০টি জেলার ৬-১৮ বছর বয়সি ১৬৫ জন খেলোয়ার একক ভাবে অংশ নিবে। ঢাকার বাহিরে নওগাঁয় এই প্রথম ‘জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট’ খেলা। উদ্বোধনী খেলায় নওগাঁ এবং বিকেএসপি অংশনেয়।

নওগাঁর পত্নীতলায় কৃষকেরা স্বাবলম্বী হচ্ছে সাথী ফসল চাষে

নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা সাথী ফসল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছে। এতে অনেকের ঘুরে যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনের গতি।

জানা যায়, কৃষকেরা দীর্ঘকাল ধরে একই জমিতে বছরে একটি মাত্র ফসল ফলাতো। এর পরিবর্তে কৃষকেরা বর্তমানে একই জমিতে একটি ফসলের সঙ্গে আরো একটি কোন কোন জমিতে তারও অধিক ফসল সাথী ফসল হিসেবে চাষ করে আসছে। এর ফলে কৃষকেরা একই সঙ্গে অন্যান্য ফসল একই অজমিতে ফলিয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে।

উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পলি এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, নজিপুর ঘোষপাড়া গ্রামের সামাদ মন্ডলের ছেলে সালাম মন্ডল তাদের প্রায় সাত বিঘা জমিতে আলুর সঙ্গে পটল, আম বাগানের ভিতর মূলা, কপি, মিষ্টি আলু, আপেল ও বাউকুলের বাগানের ভিতর রসুন, মসুরডাল ও সরিষা সাথী ফসল চাষ করেছে।

সালাম মন্ডল জানায়, এর আগে আমরা একই জমিতে বছরে একটি মাত্র ফসল চাষ করে আসতাম। অত্রাঞ্চলের বিভিন্ন এলাকার পলি অঞ্চল ঘুরে ও দেখে এসে এ সাথী ফসল চাষ আমরা শুরু করেছি। তিনি আরো জানান, বিগত কয়েক বছর ধরে এ সাথী ফসল ফলিয়ে তিনি স্বাবলম্বী হয়েছেন। সাথী ফসল চাষ করলে বাড়তি যে ফসল ফলে তাতে অন্যান্য ফসল চাষের সকল খরচ উঠে আসে এবং মূল ফসল থেকে উপার্জিত প্রায় সকল অর্থই আয় হয়। একই এলাকার আনারুল ইসলাম, নজরুল ইসলাম, মোজাফফর রহমান, মতিউর রহমান, লুৎফর রহমান এর সাথে কথা বলা হলে তারা একই ধরণের অভিমত ব্যক্ত করেন।

পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, কৃষকদের অভিজ্ঞতার সঙ্গে আমি একমত পোষণ করি। তিনি আরো জানান, বিশেষ করে আত্রাই নদীর ধারে পলি অঞ্চলে এ সাথী ফসল চাষের প্রবণতা লক্ষ্য করা যায়। কৃষি বিভাগ সাথী ফসল চাষে কৃষকদের উৎসাহিত করে আসছে।

ধামইরহাটে ভিক্ষুক ও  দুস্থ্য পরিবারকে পূণর্বাসনের লক্ষে ২৯৯ টি বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাটে অসহায় দুস্থ্য অতি দরিদ্র ২৯২ জন এবং ৭জন ভিক্ষুককে পূণর্বাসনের লক্ষে ২৯৯টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধামইরহাট মহিলা কলেজে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো.হারুন উর রশীদ। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,ধামইরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,ধামইরহাট থানার পরিদর্শক(তদন্ত) মাহবুব আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন,ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ব্যবস্থাপক বিমল কুমার রুরাম,প্রধান শিক্ষক তরিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও,আনোয়ার হোসেন,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মফিজ উদ্দিন,আদিবাসী নেতা জিল্লু মার্ডী প্রমুখ।

ধামইরহাটে মেয়ে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে পিতার ছয় মাসের জেল

নওগাঁর ধামইরহাটে মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে পিতা কে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে,উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম চৌরাস্তা মোড়ের মো.শরিফ বাবু (৫২) এর মেয়ে জননী আখতারের সাথে উপজেলার সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের সাথে বিয়ে ঠিক হয়। জননী আখতার বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে মেয়েটি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আখতারকে ঘটনাটি জানায়। প্রধান শিক্ষক তাৎক্ষনিক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষক মাহফুজুর রহমানকে জানান। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান পুলিশকে নিয়ে মেয়ের বাড়ীতে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার মেয়েটির সাথে সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের বিয়ের রেজিষ্ট্রি শল্পী কাজী অফিসে সম্পন্ন হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মেয়ের বাবা মো.শরিফ বাবু (৫২) কে আটক করা হয়। ওই রাতে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবা দোষ স্বীকার করলে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এদিকে শল্পী কাজী অফিসের কাজী মো.ফজলুর রহমান বর্তমানে গাঢাকা দিয়েছেন।


নওগাঁর রাণীনগরে দিনব্যাপী আন্ত:স্কুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে দিনব্যাপী আন্ত:স্কুল ঐতিহ্য ভিত্তিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ’র অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে দেশাতœবোধক, আধুনিক ও লোক সংগীত বিষয়ে প্রতিযোগীদের মুল্যায়ন করা হয়। মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহম্মদ আদুল্লাহ আল মামুন, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, মৌসুমীর পরিচালক এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল প্রমুখ।

নওগাঁর মহাদেবপুরে ভটভটি উল্টে মোস্তাফা নামের এক চালকের মৃত্যু

সালমান ফার্সী (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় ভটভটি উল্টে মোস্তাফা হোসেন নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা জেলার মান্দা উপজেলার সুতীহাট মীরপুর গ্রামের আকরাম আলীর ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাদেরপুর বাজার থেকে হাট চকগৌরী বাজারে ভটভটি চালিয়ে যাবার পথে হাটচকগৌরী আসলে ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানান তিনি।

নওগাঁর সাপাহারে শিক্ষকের আঘাতে ছাত্র আহত

সাপাহার(নওগাঁ) : নওগাঁর সাপাহারে শিক্ষকের হাতে থাকা কাঠের ডালঘুটনি দিয়ে ছাত্রের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার এক শিক্ষক। এ বিষয়ে স্থানীয় থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেছে নির্যাতিত ওই ছাত্রের মা রেহেনা বেগম।
অভিযোগে জানা যায়, উপজেলার আলীনগর মুর্শিদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও মিরাপাড়া দ্বিমুখী উ”চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র একরামুল হক(১৬) গত ১৯ ফেব্রুয়ারী বুধবারে অত্র স্কুলের আয়োজনে সহপাঠীদের সাথে শিক্ষা সফরে যায়। ওইদিন রাত্রী আনুমানিক সাড়ে ৯টার দিকে শিক্ষা সফর থেকে ফিরে আসার পথে পতœীতলা উপজেলার কাছাকাছি এসে বক্সের সাউন্ড বাড়িয়ে দিলে সাথে থাকা মিরাপাড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গোয়ালা ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নোখাই চন্দ্র বর্মন তার হাতে থাকা কাঠের ডালঘুটনি দিয়ে ওই ছাত্রের মাথায় সজোরে আঘাত করে। মাথায় চোট পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় বাসের ভিতর পড়ে গেলে সহপাঠীরা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বাড়ীতে পৌঁছিয়ে দেয়। এ ঘটনায় এলাকার অবিভাবক মহলে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
এ বিষয়ে শিক্ষক নোখাই চন্দ্র বর্মনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা  হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে মিরাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল আকতারের  সাথে ফোনে কথা হলে তিনি ঘটনাটা শুনেছেন এবং স্থানীয় ভাবে আপোষ-মিমংসার চেষ্টা করেছেন কিন্তু কোন সুরাহা করতে পারেননি বলেও জানান।
উল্লেখ্য যে, ছাত্র একরামুলের মা রেহেনা বেগম বিষয়টির সুষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সহ  স্থানীয় থানায় লিখিত ভাবে ২৩ ফেব্রুয়ারী রোববারে অভিযোগ দাখিল করেছেন বলে জানান।

 নওগাঁর সাপাহারে  ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বিশেষ অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,  রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে   ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খাইরুল ইসলাম কে আটক করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, আটককৃত  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সালমান ফার্সী  (নওগাঁ): বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনা ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের স্পনসর্ডের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হারুন-অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহ মো. আবু শালেহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১০মার্চ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের জয়নুল হক ও ঘাটকৈর গ্রামের রফিক। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।আহতরা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নওগাঁয় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হওয়ার কথা ছিল। সকালে অটোরিকশা যোগে চারজন প্রতিনিধি মান্দা থেকে নওগাঁর দিকে আসছিলেন। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে 
 

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
যাওয়া একটি ট্রাক ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে বিপরীত দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে চারজনই আহত হন। গুরুতর আহত জয়নুল হক ও রফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যান। অপরদিকে দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ঝালকাঠিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া ছেলের লাশ উদ্ধার।

ইমাম বিমান, ঝালকাঠি থেকে  : ঝালকাঠি জেলার নলছিটিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া একমাত্র ছেলে মো. আসিফ হাওলাদার (১৭) এর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন জানান, 
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড, পুকুর পাড় এলাকার পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায়  মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেনি। 

এ বিষয় নিহত যুবকের পরিবার সূত্রে জানাযায়, নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আসিফ হাওলাদার তার পিতার সাথে ভ্যান গাড়িতে ফেরি করে ফল বিক্রি করে। প্রতিদিনের মত গত ১৮ ফেব্রুয়ারী সন্ধার পর ওখান থেকে বাসায় উদ্দেশ্যে চলে যায়। তার বাবা রাতে বাসায় গিয়ে আসিফকে বাসায় না  পেয়ে তাকে খুজতে বাসা থেকে বেড়িয়ে পরে। আরিফের পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় আরিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন যার নম্বর : ৭৫৭। আসিফকে মৃত অবস্থায় পাওয়ার পর সন্দেহভাজন দু’জনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

নওগাঁয়  মাল্টা চাষে আগ্রহ বেড়েছে চাষীদের

সালমান ফার্সী (নওগাঁ): নওগাঁয় অন্যান্য কৃষি ফসলের পাশাপাশি সুস্বাদু পুষ্টিকর রসালো ফল মাল্টা চাষে ঝুঁকেছেন চাষিরা। এখন উপজেলার বিভিন্ন এলাকায় মাল্টা চাষের প্রতি আগ্রহ বেড়েছে। তবে অন্যান্য ফল ও ফসলের দাম কমে যাওয়ায় এবং খরচ বেড়ে যাওয়ায় মাল্টার দিকে ঝুঁকেছেন চাষিরা। চাষিরা বলছেন, নতুন জাতের ফল ও ফসলের প্রতি সবারই আগ্রহ থাকে। স্থানীয় ভাবে উৎপাদন করা যেকোনো ফলের প্রতি ক্রেতাদেরও আগ্রহ থাকে এবং দামও ভালো পাওয়া যায়। এ কারণে কৃষকরা মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়িয়েছেন। এছাড়া মাল্টা চাষে আবহাওয়া অনুকূলে ও প্রাকৃতিক দুর্যোগ সহিষ্ণু।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় মোট ৫১ হেক্টর জমিতে বারি-১ মাল্টা চাষ করা হয়েছে। এরমধ্যে নওগাঁয় ২ হেক্টর, রানীনগরে ২ হেক্টর, আত্রাইয়ে দশমিক ২৫ হেক্টর, বদলগাছীতে ৫ হেক্টর, মহাদেবপুরে দশমিক শূন্য ৫ হেক্টর, পতœীতলায় ৫ হেক্টর, ধামইরহাটে ২০ হেক্টর, সাপাহারে ৫ হেক্টর, পোরশায় ৬ হেক্টর, মান্দায় দশমিক ৫ হেক্টর, নিয়ামতপুরে দশমিক ২৫ হেক্টর।

কৃষি বিভাগ বলছে, মাল্টা একটি সুস্বাদু ফল। জেলায় সুস্বাদু এ পুষ্টিকর রসালো ফল চাষ করা হচ্ছে। এলাকার বেকার যুবকরাও অন্যান্য ফসল চাষের পাশাপাশি মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। ভালো দাম পাওয়ার আশায় কৃষকদের নতুন ফল ও ফসলের প্রতি আগ্রহ থাকে। জেলার কয়েকটি এলাকায় ভারমিক পদ্ধতিতে বারি-১ মাল্টা চাষের উপযোগী জমিতে চাষ করা হচ্ছে। যেখানে কৃষকরা ধানের পাশাপাশি মাল্টা চাষ শুরু করেছেন। তবে দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটিতে ভালো জাতের মাল্টা গাছের চারা রোপণ করতে পারলে এবং নিবিড় পরিচর্যায় মাল্টার ফলন ভালো হয়।

গত ৩ বছর ধরে নওগাঁয় মাল্টা চাষ শুরু হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের উদ্বৃদ্ধ করা হচ্ছে এবং চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। গত বছর সুস্বাদু রসালো এ মাল্টা স্থানীয় বাজারে স্বল্প আকারে বিক্রি করা হয়েছিল। কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ ছাড়াই জমি থেকে মাল্টা বিক্রি করা হয়েছে। ক্রেতারা স্থানীয় এসব ফল কিনতেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। স্বাদও মোটামুটি ভালো বলে জানা গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা চাষের জন্য উপযোগী বলে মনে করছেন চাষিরা।

রানীনগর উপজেলার বেদগাড়ী গ্রামের মাল্টা চাষি মাসুদ পারভেজ বলেন, ‘বছর বছর ধানের দাম কমায় লোকসানে পড়তে হয়েছে। কোনো ফল বা ফসলের দাম একবার পাওয়া গেলে কৃষকরা পরের বছর ঝাঁপিয়ে পড়ে সেটা আবাদ করে। এতে একই ফসল বাজারে থাকায় দাম কম পাওয়া যায়।’

তিনি বলেন, ‘নতুন প্রযুক্তিতে নতুন ফসলের দিকে আগ্রহ বেড়েছে। ২০১৮ সালে এক একর জমিতে কৃষি অফিস থেকে প্রদর্শনী নিয়ে ও নিজে কিছু বারি-১ জাতের মাল্টার চারা দিয়ে শুরু করেছি। বাগানে প্রায় ২০০টি মাল্টার গাছ আছে। মাল্টা চাষে কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শ দিচ্ছেন। প্রথম দফায় ২০১৯ সালের অক্টোবরে প্রায় ৪০-৪৫ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি। এ বছর গাছে প্রচুর ফুল আসছে। গাছে ফল আসলে বুঝতে পারবো লাভ হবে কি-না। মাল্টা চাষে তেমন খরচ বা শ্রম দিতে হয় না।’

ধামইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামের কৃষক রেজুয়ান হোসেন বলেন, ‘প্রায় ১৮ বিঘা জমিতে মাল্টা চাষ করা হয়েছে। গাছে ফুল আসা শুরু করেছে। মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়ার কারণ হচ্ছে- এটি নতুন একটি ফসল। তুলনামূলকভাবে অন্যান্য ফসল থেকে ঝামেলা ও পরিশ্রম কম। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাওয়ার কোনো সম্ভবনা থাকে না।’

রানীনগর উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘মাল্টা একটি পুষ্টিকর ফল। মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। বাজারে এর চাহিদা বেশি থাকায় ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হয়েছেন। আগামীতে এর আবাদ আরও বাড়ানো হবে।’

ধামইরহাট উপজেলা কৃষি অফিসার মো. সেলিম রেজা বলেন, ‘কৃষি অফিস থেকে কৃষকদের মাল্টা চাষে উদ্বৃদ্ধ করা হচ্ছে। গত তিন বছর থেকে মাল্টা চাষ শুরু হয়েছে। এ উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে মাল্টা চাষ করা হয়েছে। এছাড়া প্রায় ৩০টি প্রদর্শনী প্লট রয়েছে। আমাদের এলাকার জমি মাল্টা চাষের জন্য উপযোগী এবং আবহাওয়া অনুকূলে রয়েছে। বারি-১ লাভজনক ও সুস্বাদু ফল হওয়ায় চাহিদা বেশি।


নওগাঁয় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে পরিষদের ৭দিন ব্যাপী একুশের বই মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁয় অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭দিন ব্যাপী একুশের বই মেলা ও অনুষ্ঠান মালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। সংগঠনের সভাপতি এ্যাড: ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দেশ বরেন্য লেখক ও গবেষক এবং একুশের পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক স্বরোচিষ সরকার, সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেল, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মাদক ও জঙ্গীবাদ নির্মুলের জন্য সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং আ: জব্বার নামের এক ভাষা সৈনিককে (মরোনত্তর) পদক ক্রেষ্ট ও উত্তরিও প্রদান করেন। তার পক্ষে গ্রহন করেন তার ভাতিজা এবং একুশে পরিষদের উদ্যোগে জেলার বদ্ধভুমি নিয়ে গবেষনামুলক বই “রক্ত ঋন ১৯৭১“ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে শতকন্ঠে জাগরনের গান ও নৃত্য পরিবেশিত হয় এবং নাটক মঞ্চস্থ হয়। বই মেলার সমাপনি দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। বিভিন্ন বয়সের নারী পুরুষর ছাত্র-ছাত্রীরা বই কিনতে ব্যস্ত ছিল তারা।


নওগাঁয় কবি হুমায়ুন কবির এর ১১৪ তম জন্ম বার্ষিকী পালন
নওগাঁয় কবি হুমায়ুন কবির এর ১১৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের জনকল্যান মহল্লার ‘হুমায়ুন বটতলী’ প্রাঙ্গনে নওগাঁ সাহিত্য পরিষদ ও হুমায়ুন কবির স্মৃতি সংঘ এর আয়োজন করে। জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান অতিথি নওগাঁ জেলা পরিষদের সভাপতি অ্যাড. ফজলে রাব্বী বকু এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়ে ‘হুমায়ুন বটতলী’ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তফা মাহাবুবুর রহমান মামুন, থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরাফুল রায়হান মাইন, জেলা যুব মহিলা লীগের সদস্য মৌসুমী সুলতানা শান্ত, পৌর যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা, জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আফরোজ, কবি মারিয়া নুর, হুমায়ুন কবির স্মৃতি সংঘের সাবেক সভাপতি সুজন, সাহিত্য পরিষদের আহ্বায়ক আশরাফুল নয়ন সহ সুধিজন। পরে ফেস্টুন উড়িয়ে কবির জন্মদিন পালন এবং গ্রামীন খেলা অনুষ্ঠিত হয়।
বিকিলে দ্বিতীয় অধিবেশনে গ্রামীন খেলায় প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন, নওগাঁ সরকারি কলেজের  সহযোগী অধ্যাপক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামসুল আলম। পরে  স্থানীয় কবি- সাহিত্যিকদের নিয়ে কবিতা পাঠের আয়োজন করা হয়।


সংবাদ প্রকাশের পর নওগাঁয় তুসের মিলে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর কাঠালতলী হয়ে রানীনগর সরকের পাশাপাশি ২টি মিলের উড়ন্ত তুস চরম ভোগান্তির সৃষ্টি করে পথচারিদের, এমন সংবাদ প্রকাশ হলে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাদ ও তাওসিফ গুঁড়া চালনি মিল দুটিকে পাঁচ হাজার করে ১০হাজার টাকা জরিমানা করেন। 

এসময় মালিকপক্ষ মিল দুটি অন্যত্রে স্থানান্তরর করার জন্য সুযোগ চাওয়ায়, প্রতিষ্ঠান দুটিকে জনসাধারণের দূর্ভোগ এড়াতে চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে এ জরিমানা আদায় করা হয়েছে। 

অপরদিকে, ভোক্তাদের স্বার্থে ইয়াদআলীর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রকি ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীসহ ও নানা খাবার রাখায় ভোক্তা অধিকার আইনে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার এএসআই আমিনুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

সরকারি সেবা জনগনের দৌড়গোড়ায় পৌঁছাতে জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে ভ্রম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সবসময় তৎপর এবং তারা বিরতিহীনভাবে কাজ করছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা মার্কেটিং কর্মকর্তা নওগাঁকে বাজার মনিটরিং অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান ।


নওগাঁয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
 নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক হারুন-অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম,

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু. সিভিল সার্জন ডাঃ আশরাফুল ইসলাম, নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাঃ মনির আলী আকন্দ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, বিদুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, গনপূর্ত বিভাগ, এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জনস্বাস্থ, বিএমডিএ, নিরাপদ সড়ক চাই (নিস্চা), এফএনবি, এডাব, নওগাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএমএ, ডিপ্লোমা নার্স এ্যাসোসিয়েশান, বাংলাদেশ জুয়েলারী সমিতি, জেলা কৃষিবিদ ইন্সটিটিউশান, প্রানী সম্পদ দপ্তর, গ্রাম থিয়েটার, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল কলেজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটির এবং ভগলুর পরিবার বর্গ, শহীদ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং বিকেলে জেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনারের পাশে আলোচনা সভা ও জেলার ৬জন ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান করবেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

নওগাঁয় জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালমান ফার্সী: মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বালক পর্যায়ে জনকল্যান উচ্চ বিদ্যালয় ও নওগাঁ জিলা স্কুল এবং বালিকা পর্যায়ে ইকড়কুড়ি উচ্চ বিদ্যালয় ও শের-এ বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। খেলায় বালক পর্যায়ে জনকল্যাণ উচ্চ বিদ্যালয়কে ৭৮-৭২ পয়েন্টের ব্যবধানে জিলা স্কুল চ্যাাম্পিয়ান হয় এবং বালিকা পর্যায়ে ইকড়কুড়ি উচ্চ বিদ্যালয়কে ৫৪-৫০ পয়েন্টের ব্যবধানে শের-এ বাংলা উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়œ হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিয়তদের মাঝে ট্রফি তুলে রাজশাহী রেঞ্জের ডিআইজি এ,কে,এম হাফিজ আকতার বিপিএম বার। জেলা পুলিশের আয়োজনে বুধবার বিকেলে শহরের এটিম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অফর-রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার, ফারজানা হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহওয়ার্দী হোসেনসহ পুলিশের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রীরা ও বিপুল সংখ্য ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ম্যান অবদ্যা ম্যাচ বালক পর্যায়ে জিলা স্কুলের মহায়মিনুল ও বালিকা পর্যায়ে শেরে-এ বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের জুলি খাতুন।
উল্লেখ্য ৬ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসাবে এ খেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।


নওগাঁয় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁয় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে জেলা কমিটিরি আহবায়ক বিভাষ মজুমদার গোপালের সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বানিজ্য মন্ত্রী আব্দুল জলিল ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন সংগঠনের সদস্যরা। সকল শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে আলোচনা সভা এবং কেক কাটার আয়েজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক রোকনুদ্দৌলা রোকন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ওমর ফারুক সুমন, আমানুজ্জামান সিউল, রাসেদ জামান, সিটু, জুয়েল, মারুফ, জনি প্রমূখ।

নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

৪দফা দাবিতে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আত্রাই উপজেলা শাখা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন করেছে।
 বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম-রুবেলা ক্যাম্পিইনের রেজিস্টেশন, টেনিং বর্জন ৩ জানুয়ারী ২০১৮তারিখে স্থগিত করা, ইপিআইসহ মকল প্রকার কার্যক্রম বন্ধের লক্ষ্যে আরফি আক্তারের সভাতিত্বে এ কর্মবিরতি পালন করা হয়।

এসময় বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন এর আত্রাই শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদনের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁ জেলায় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বলা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। বুধবার এই তথ্য জানার পর ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে এবং জেলার সর্বস্থরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

জানা গেছে ওই প্রজ্ঞাপনটি প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম ১৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখে স্বাক্ষরিত এক পত্রে শিক্ষা মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-২ এর ব্যাক্তিগত কর্মকর্তার কাছে অনুলিপি প্রদান করেছেন। প্রজ্ঞাপনের সূত্রে ২ ফেব্রুয়ারী ২০২০ তারিখের একটি আধা সরকারী পত্রের কথা উল্লেখ করা হয়। ওই পত্রের প্রেক্ষিতে নওগাঁ জেলায় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত অভিপ্রায় অনুযায়ী আধা সরকারী ওই পত্রের মাধ্যমে আবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

প্রজ্ঞাপন প্রাপ্তির কথা নিশ্চিত করে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ ও খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, শিগগিরিই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যেই দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন করায় নওগাঁবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এদিকে প্রস্তাব অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নওগাঁ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্বদেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল। আনন্দ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নওগাঁর ধামইরহাটে ইয়াবাসহ পাঁচ নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ ৫জন নারী মাদক ব্যবাসায়ী এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মাদক মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ।

ধামইরহাট থানা সূত্রে গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধমাইরহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে রুপনারায়ণপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী পাপুল বেগম (৪৮) ও দুই মেয়ে সুরাইয়া খাতুন (২৫) এবং স্মৃতি খাতুন (২০) কে কোকিল মোড় থেকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে। অপরদিকে একই রাতে পুলিশের অপর একটি দল উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আশরাফুলের স্ত্রী মৌসুমি খাতুন (২০) ও একই গ্রামের দেলদার হোসেনের স্ত্রী পারভীন খাতুন (৪০) ও তার ছেলে আশরাফুল ইসলাম (২৩) কে নিজ বাড়ি থেকে ৫০পিচ ইয়াবাসহ আটক করে। আসামীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে আসামীদের কোর্ট হাজতে সোপর্দ করা হয়।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার জানান,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে। আসামীরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

নওগাঁয় চিকিৎসা সহায়তা প্রদান

বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ১০জন সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার সকালে নওগাঁ শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা কার্যালয়ে ওইসব সদস্যের মাঝে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশার নওগাঁ জেলা ম্যানেজার মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম। এছাড়া অন্যান্যদের মধ্যে ১ ও ২নং ব্র্যাঞ্চের মানেজার আলমগীর আকতার ও আবু হেনা মো. জিয়ানুর রহমানসহ ব্র্যাঞ্চের সকল কর্মকর্ত-কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলার ১ ও ২ ব্রাঞ্চ এলাকা থেকে ১০জন সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা আশা জরায়ু টিউমার, সিজারিয়ান অপারেশন, পিত্তথলির পাথর অপারেশনসহ ছোট-বড় ১৯ ধরনের রোগের চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।

নওগাঁয় বইমেলায় ‘¯স্রষ্টার প্রেমে মুক্তির ব্যাকুলতা’ বইয়ের মোড়ক উন্মোচন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বইমেলায় কাব্যগ্রন্থ ‘¯স্রষ্টার প্রেমে মুক্তির ব্যাকুলতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।  গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে বইমেলায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন, কবি ও গবেষক মো. আতাউল হক সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বইমেলার আয়োজক একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইচ পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, রোটারিয়ান চন্দব দেবসহ অন্যান্যরা।

বইটির লেখক- গুলজার রহমান। তিনি নওগাঁর পতœীতলার উপজেলার খিরসীন গ্রামে মধ্যবিত্ত পরিবারের সন্তান। শৈশব থেকেই তিনি কবিতা, গান, হামদ ও নাত সহ বিভিন্ন লেখালেখির সাথে সম্পৃক্ত। পাশাপাশি তিনি একজন সফল পল্লী চিকিৎসক। কবি এ বইটিতে তার কবিতার মাধ্যমে শ্রষ্টাকে পাওয়ার জন্য সৃষ্টির মনে তার তৈরী হবে অফুরন্ত ভালবাসা, ব্যাকুলতা ওউদ্দীপনা, আশা-প্রত্যাশা বুঝাতে চেয়েছেন। শ্রষ্টার প্রেমে সাথে জাগ্রত হবে দেশপ্রেম, মানবপ্রেম ও সৃষ্টির প্রেম।

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী হেরোইনসহ আটক

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ রিয়া আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ । আটককৃত রিয়া আক্তার  উপজেলার জাতোপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে। বুধবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়া আক্তার দীর্ঘদিন থেকে এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রয় করে আসছিলো। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার আলী, এএসআই প্রদীপ কুমার ও এএসআই মুকুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জাতোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।

এই ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাইয়া আজিজ হত্যা মামলার রায় পেছাল

রাজধানীর লালবাগের কাচ ব্যবসায়ী আব্দুল আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ নিখোঁজের পর খুনের মামলার রায় পিছিয়ে ১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুতি না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন।

আদালতের পেশকার ফোরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মাকসুদ ও আমানুল্লাহর সঙ্গে ভাঙা কাচের ব্যবসা করতেন আব্দুল আজিজ চাকলাদার। তারা দুজন আজিজের কাছে ব্যবসায়িক কারণে ২৫ হাজার টাকা পেতেন। টাকা লেনদেনের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

১৯৯৮ সালের ৫ মার্চ সকাল ৭টায় আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ লালবাগ রোডের বাসা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ হন। আজিজকে খুঁজে না পেয়ে ছোট ভাই বাচ্চু মিয়া লালবাগ থানায় একটি জিডি করেন। এর ১২ দিন পর একই বছর ১৭ মার্চ মাকসুদ ও আমানুল্লাহ নামে দুজনের বিরুদ্ধে লালবাগ থানায় অপহরণ মামলা করেন বাচ্চু মিয়া। তদন্ত চলাকালে রূপসা নদী থেকে আজিজের মাথার খুলি ও হাড্ডি উদ্ধার করা হয়।

২০০০ সালের ৪ এপ্রিল লালবাগ থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুর রাকিব খান সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরা হলেন- খুলনার শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার, লস্কর মোহাম্মদ লিয়াকত, মো. নূরে আলম, ইদ্রিস জামাই, জয়নাল, জামাই ফারুক ও মো. রুস্তম আলী।

চার্জশিটভুক্ত সাত আসামির মধ্যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্য মামলায় ২০০৪ সালের ১০ মে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপর আসামি লস্কর মো. লিয়াকত বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলাটিতে দুই আসামি জামাই ফারুক ও ইদ্রিস জামাই কারাগারে আছেন। অপর দুই আসামি জয়নাল ও রুস্তম আলী পলাতক আছেন।

মামলায় ১৯ জন সাক্ষীর মধ্যে ছয়জন ও রাজসাক্ষী হিসেবে নূরে আলম আদালতে সাক্ষ্য দেন।

২১ জেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ সম্পন্ন

দেশের ২১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে তাদের পদায়ন শুরু হবে। তবে আদালতে নিষেধাজ্ঞা থাকায় ৪০ জেলার নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আদালতে মামলা দায়ের করায় দেশের ৩৮ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। ঠাকুরগাঁও এবং লক্ষ্মীপুর জেলার নিয়োগে কোটা অনুসরণ না করায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এ কারণে মোট ৪০ জেলায় এ নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার সহকারী সচিব এস এম রকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিয়োগে কোটা অনুসরণ হয়নি অভিযোগে ৪০ জেলায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে এসব জেলায় নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি দেশের একটি জেলায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ কারণে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেয়া হলেও সেখানে একাধিক মামলা থাকায় নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তবে গতকাল (১৭ ফেব্রুয়ারি) কয়েকটি জেলায় ছয়টি মামলা স্থগিতাদেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দেশের ২১ জেলায় যোগদান সম্পন্ন ও পদায়ন কার্যক্রম শুরু হওয়ায় অন্য জেলায় চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নির্ধারিত সময়ে যোগদান করতে না পারায় তারা চরম হতাশা ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যোগদান করতে পারবে কি না এমন দুচিন্তায় তাদের সময় কাটছে বলে জানিয়েছেন বিভিন্ন জেলার যোগদানের জন্য অপেক্ষমাণ প্রার্থীরা।

তবে চূড়ান্ত ফলাফলে নির্বাচিত সকলে যোগদান করতে পারবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, আদালতে দায়ের হওয়া সকল মামলার স্থগিতাদেশের জন্য আমরা উচ্চ আদালতে আপিল কার্যক্রম শুরু করেছি।

তিনি বলেন, নিয়োগ বিধিমালা অনুসরণ করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তাই আমরা আশা করি দ্রুত সকল মামলার স্থগিতাদেশ আসবে। এরপরেই সকলকে যোগদান ও পদায়ন করা হবে।

জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন। গত বছর সারাদেশে প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। গত ৬ অক্টোবর থেকে নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হয়। মাসব্যাপী সারাদেশের সব জেলায় মৌখিক পরীক্ষা আয়োজন করা হয়। সবশেষে গত ২৪ ডিসেম্বর এ পরীক্ষায় ৬১ জেলায় ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফলাফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১৬ ফেব্রুয়ারি নতুন শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে বলা হয়েছে। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। আর ১৯ ফেব্রুয়ারি নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নের আদেশ জারি করা হবে। এরই মধ্যে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget