নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগীত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
সাপাহার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সাপাহার উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আলম জানান, মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তি, উপস্থিত বকৃতা, চিত্রাংকন প্রতিযোগীতা, উপস্থিত অভিনয়, খেলাধুলা সহ ২৪ টি ইভেন্টে অংশ গ্রহণ করে।
প্রতিটি ইভেন্টে বিজয়ী হওয়া প্রথম স্থান অধিকারী পরবর্তীতে অংশ নেবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়।
একটি মন্তব্য পোস্ট করুন