চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় যৌন উত্তেজক ওষুধ বিক্রি করায় মো. দুলাল (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জানুয়ারী) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
দণ্ডপ্রাপ্ত মো. দুলাল স্থানীয় রওশন মসজিদ লেইনের বুলু মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদরঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। পরে বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন