গুগল ম্যাপ ব্যবহার করে পার্কিং খুঁজবেন যেভাবে

গুগল ম্যাপ ব্যবহার করে পার্কিং খুঁজবেন যেভাবে

যানজটের এই শহরে পার্কিং খুঁজে পাওয়া খুবই কষ্টকর। অনেক সময় গন্তব্য থেকে অনেক দূরে গাড়ি পার্ক করতে হয়।

এছাড়াও অসুরক্ষিত জায়গায় পার্ক করার কারণে চিন্তা থেকেই যায়। আপনার পার্কিং খোঁজার সেই সমস্যা দূর করবে গুগল ম্যাপ।

জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপের নতুন ফিচার ব্যবহার করে কাছের কোন জায়গার পার্কিংয়ের জায়গা ফাঁকা রয়েছে দেখে নেওয়া যাবে।

দেখে নিন গুগল ম্যাপ ব্যবহার করে পার্কিং খুঁজে পাবেন যেভাবে -

যা প্রয়োজন -

১. আপডেটেড গুগল ম্যাপ

২. স্মার্টফোনের লোকেশন সার্ভিস অন থাকতে হবে

৩. অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন

যেভাবে খুঁজবেন -

স্টেপ ১। স্মার্টফোনে গুগল ম্যাপ ওপেন করুন।

স্টেপ ২। যে জায়গায় পার্কিং খুঁজছেন গুগল ম্যাপে সেই জায়গা ওপেন করুন।

স্টেপ ৩। এবার নিচে স্মার্ট বাটন দেখতে পাবেন।

স্টেপ ৪। এখানে একটি P সংকেত দেখতে পাবেন। অর্থাৎ এই জায়গায় সহজে পার্কিং পাওয়া যাবে না।

নিজের ডেসটিনেশন দিয়ে গুগল ম্যাপে নেভিগেশন শুরু করলে ট্রাফিকের অবস্থা দেখে নেওয়া যাবে। একই জায়গায় নতুন P সংকেত চলে আসবে। অর্থাৎ সেই স্থানে পার্কিং পেতে সমস্যা হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget