ফারমান আলী, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটে বাবার উপর অভিমান করে তামিম হোসেন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত তামিম হোসেন উপজেলার কানচকুড়ি গ্রামের স্কুল শিক্ষক হুমায়ন কবির এর বড় ছেলে এবং কুমিল্লার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রেমের সম্পর্কের জের ধরে বাবার সাথে তামিমের কথা কাটাকাটি হয়। এর পর অভিমান করে সবার অজান্তে বিষ পান করে। তার পর বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয় এর পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান গতকাল রবিবার ভোর রাতে মারা যায় তামিম।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল।
একটি মন্তব্য পোস্ট করুন