অন্তর আহম্মেদ নওগাঁ:নওগাঁয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার দেবীপুর গ্রামে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দেবীপুর যুব উন্নয়ন ক্লাব “একতা” এই চুড়ান্ত খেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
চুড়ান্ত খেলায় শরল শিকারপুর যুব উন্নয়ন ক্লাব বনাম ইয়াদালির মোড় দোগাছী এই দুটি দল অংশ গ্রহন করে। এসময় শরল শিকারপুর যুব উন্নয়ন ১ গোলে ইয়াদালির মোড় দোগাছীকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজয়ীদের হাতে দশ হাজার টাকার মূল্যের খাসি তুলে দেন। এসময় তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আওয়াল আতা, তিলকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোয়াব হোসেন তোতা, মহিলা লীগের সভাপতি নাসরিন আকতার পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব সামজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখার জন্য এই আয়োজন করা হয়েছে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.