ইমাম বিমান, ঝালকাঠি থেকে : ঝালকাঠি
জেলার রাজাপুরে ছোট ভাই দায়ের কোপে বড় ভাই আব্দুর রহমান নিহত হয়েছেন। ২৭
জানুয়ারী সোমবার দিবাগত রাত আনুমানি ৯টার সময় রাজাপুর উপজেলার শুক্তাগড়
ইউনিয়নের কেওতা গ্রাম এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান স্থানীয় বাসিন্দা আবু
বক্করের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, রাতে কেক
খাওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া বড় ভাই আব্দুর রহমানের সাথে ছোট্ট ভাই
দাখিল এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহর সাথে বাকবিতণ্ডার শুরু হলে
বাকবিতন্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা দাও দিয়ে বড় ভাই আব্দুর
রহমানকে কোপ দেয়। এ সময় দায়ের কোপের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন বড় ভাই
আব্দুর রহমান। এ ঘটনা রাজাপুর থানা পুলিশ জানতে পেরে মৃত আবদুর রহমানের
মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ যাওয়ার পূর্বে ঘাতক আব্দুল্লাহ
পলাতক রয়েছে।
এ বিষয় রাজাপুর থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘাতক আব্দুল্লাহকে
আটক করতে অভিযান চলছে সেই সাথে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন