নওগাঁর ধামইরহাটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে গ্রামবাসীর টহল

নওগাঁর ধামইরহাটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে গ্রামবাসীর টহল

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে গ্রামবাসীকে নিয়ে ব্যাপক টহল দিচ্ছে বিজিবি। সীমান্ত এলাকার এ কাজে সহায়তা করছে গ্রামের সব বয়সী মানুষ। বর্তমানে সীমান্তে রাতে পাহারা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

জানা গেছে, ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তবর্তী গ্রামের সর্ব সাধারণকে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণসচেতনামূলক কাজ করছে। যে সব পয়েন্ট দিয়ে বিএসএফ অবৈধ অনুপ্রবেশ ঘটাতে পারে ওই সব এলাকার জনগণকে সচেতন করার মাধ্যমে অনুপ্রবেশ ঠেকাতে এক সাথে কাজ করছে বিজিবি ও গ্রামবাসী। 
 
সোমবার রাত ৮টার দিকে ১৪ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত উপজেলার শীমুলতলী বিওপির (বর্ডার অবজারভেশন পোষ্ট) আয়োজনে সীমান্ত পিলার ২৫৮/২ এর সাব পিলারের ২শত গজ বাংলাদেশ অভ্যন্তরে রামচন্দ্রপুর গ্রামে এক গণসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। এব্যাপারে শীমুলতলী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো.ফিরোজ হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয় গ্রাম পুলিশ ও গ্রামের জনগণকে সাথে নিয়ে সীমান্তে পুশইনসহ যেকোন অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সীমান্তবর্তী গ্রামের জনগণকে সচেতন করার জন্য সচেতন করার কাজ চলছে। এ কাজের গ্রামের সব বয়সী মানুষ ব্যাপক সহযোগিতা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget