নওগাঁ: নওগাঁয় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহনে স্কুল ক্যাম্পেইন ও স্বাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববারে শহরের জিলা স্কুল মিলনায়তনে ব্র্যাকের সহযোগিতায় আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আকতার, আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর বেগম, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, ব্র্যাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, প্রজন্মের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক রায়হানুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছাত্রদের ভিডিও প্রদর্শন করা হয় এবং নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্বাক্ষরিত অভিযান করে।
একটি মন্তব্য পোস্ট করুন