যশোরের বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস জাঁকজমক পূর্ণভাবে পালিত

যশোরের বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস  জাঁকজমক পূর্ণভাবে পালিত

মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক কাস্টমস দিবসে-২০২০ বেনাপোল কাস্টম হাউজে সারা দিন ব্যাপী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে । এ উপলক্ষে বেনাপোল কাষ্টম হাউসসহ বন্দর এলাকায় সাজানো হয়েছে বর্নিল সাজে। বিভিন্ন ব্যান্যার ফেস্টুণে ভরে গেছে বেনাপোল বন্দর এলাকা। প্রতি বছরের ন্যায় এ দিনে বিশ্বের ১৮২টি দেশের সাথে ’দি ওয়াল্ড কাষ্টমস ওরগানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কাষ্টমস দিবসটি পালন করে থাকেন।

এ দিবসে রোববার (২৬ জানুয়ারি) সকালে কাস্টম হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে কাস্টমস ও বন্দর কর্মকর্তা, বেনাপোল পৌরসভা, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশন, বেনাপোল সীমান্ত প্রেসক্লাব, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন যশোর শার্শা আসনের জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দিন  ও বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।
 
যশোরের বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস  জাঁকজমক পূর্ণভাবে পালিত
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে বেনাপোল কাস্টমস হাউজ মাঠে বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে অতিথিদের মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরস্পরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে জানান ব্যবসায়ীরা।সন্ধায় কাষ্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য বিষয় Customs fostering Sustainability for people, Prosperity and the planet এর উপর আলোচনা করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি ) মো: মেফতাহ উদ্দিন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন,  যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান । সেমিনারে সভাপতিত্ব করবেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলাম।

জানা গেছে, দেশে সর্বমোট অনুমোদিত ২৩টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে সচল ১৩টি বন্দর। যার মধ্যে অন্যতম বেনাপোল বন্দর। স্থলপথে এ বন্দর দিয়ে রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল কাস্টমস হাউজ সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব দাতা। প্রতিবছর এখান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ হয়। কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান এ বন্দরে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget