আতাউর শাহ্: নওগাঁর
মহাদেবপুরে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ জাকির
হোসেন জুয়েল (৩০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা
(ডিবি) পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় নিজ বসত বাড়ী থেকে তাকে
আটক করা হয়। আটককৃত জাকির হোসেন জুয়েল জেলার মহাদেবপুর উপজেলার লিচু বাগান
পূর্বপাড়া গ্রামের মোঃ আশরাফুর ইসলামের ছেলে।
নওগাঁ
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, আটক জাকির হোসেন দির্ঘদিন
থেকে মাদক ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার
স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ লিচু বাগান পূর্বপাড়া নিজ
বসতবাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ও ১০০
গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।#
একটি মন্তব্য পোস্ট করুন