তন্ময় ভৈমিক:“সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের“ এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণ্যাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে মিলনায়তনে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুৃলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা অংশ নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন