নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ জনের জেল

নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী  বিশেষ  অভিযানে ৭ জনের জেল

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায়  পুলিশ, বিজিবি ও  মাদক বিরোধী  টাস্কর্ফোসের বিশেষ   অভিযানে ৭ জনের জেল ও জরিমানা  করা হয়েছে । জানা গেছে বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে  চোলায় মদ, ইয়াবা ও  অন্যান্য মাদক সেবনরত অবস্থায় আটক হন পত্নীতলা গ্রামের মহির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম  (৩০)  মোহনের ছেলে বলরাম (৫০) ,কল্যানপুরের লক্ষিরামের ছেলে  মিস্টার জোসেফ (৫০) নয়ন মার্ডিও ছেলে রবিন মার্ডি  (৩২)  হরিরামপুরের মজিবর রহমানের ছেলে  মোতাহার হোসেন (৫০), নওগাঁ কিত্তীপুরের ভবন ভ’ইয়ার ছেলে  শিপন (৩৫) উপজেলার বাবনাবাজের  নাজিমুদ্দিনের   ছেলে  খাজামুদ্দিন  (৪০)  । পত্নীতলা উপজেলা নির্বাহী  অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন সরকার  মাদকসেবী খাজামুদ্দিনের ৬ মাস এবং  বাকীদের  ১৫ দিনের জেল এবং প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা  করেন । বৃহস্প্রতিবার তাদের  কে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget