মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪টি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে। ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত কৌতুহলী মানুষ ওই কৃষকের বাড়ীতে ভিড় জমায়।
নিকেশ্বর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন,তার একটি সিন্ধি ক্রস জাতের গাভী শনিবার রাত ৩টার দিকে এক সাথে ৪টি বাচ্চা প্রসব করে। ৩টি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর। বর্তমানে ৪টি বাচ্চা সুস্থ্য থাকলে গাভীটি দাঁড়াতে পারছেনা। গাভীটি গত বছরও এক সাথে দুটি বাচ্চা প্রসব করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এমরান আলী এবং ভেটোনারী সার্জন রিনা রাণী মহন্ত ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাচ্চাগুলোকে শারীরিক পরীক্ষা করেছেন। এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এমরান হোসেন বলেন,খবর পেয়ে গাভী ও চারটি বাচ্চাগুলো পরীক্ষা করা হয়েছে। গাভী ও বাচ্চারা সুস্থ্য রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন