নওগাঁ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

নওগাঁ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে 'স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদারাসা সমূহে ভোটগ্রহন শুরু হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করে।

মান্দা উপজেলার জিএস বালিকা উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উপলক্ষে জেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসা সমূহে পরিলক্ষিত হয় উৎসবমুখর পরিবেশ। 

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোবারুল ইসলাম জানিয়েছেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতেই স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের সিদ্ধান্ত নেয় সরকার।

তিনি বলেন, সারা দেশের মতো নওগাঁয় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৪৬৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২০৭টি মাদ্রাসায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয় ও মাদারাসায় ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 তিনি আরও বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম, নিজেদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget