লোকমান আলী: নওগাঁয় সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীদের মাঝে ৭শত কার্ড বিতরণের তালিকা যাচাইবাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শহরের পার-নওগাঁর সমাজসেবা অফিস চত্ত্বরে সমাজসেবা অধিদপ্তর নওগাঁ পৌরসভা এলাকার ৭শত প্রতিবন্ধীদের নামের তালিকার যাচাইবাছাই করেন।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সমাজসেবা অফিসার সাইদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শাহ্ পরান নয়ন সহ সমাজসেবা দপ্তরের কর্মকতা কর্মচারি ও পৌরসভার সকল ওয়ার্ড কমিশনার গন উপস্থিত ছিলেন।
সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগসুবিধা প্রদানের ব্যবস্থা করেছেন। যারা বেশি প্রতিবন্ধী তাদের অগ্রাধিকার দেয়া হবে তবে পর্যায় ক্রমে সকল প্রতিবন্ধীদের কার্ড প্রদান করা হবে। তিনি প্রতিবন্ধী কার্ডের জন্য কাউকে কোন প্রকার টাকা দিতে প্রতিবন্ধী পরিবারদের নিশেধ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন