ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের ৫দিন পর আশরাফুল আলম সিয়াম (২২) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে বাড়ির পাশে একটি মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পৌর সদরের দরিরামপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে ত্রিশাল পৌর সদরের দরিরামপুর মধ্যপাড়া এলাকায় একটি মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বাবা আক্কাস আলী জানায়, গত মঙ্গলবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সিয়াম। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সিয়াম স্থানীয় নজরুল একাডেমি থেকে ২০১৫ সালে এসএসসি ও ত্রিশাল কেন্দ্রীয় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাস করে নারায়ণগঞ্জের একটি বেসরকারি কলেজে পড়াশুনা করছিলেন। সিয়ামের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন