নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শ্রী আকাশ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আকাশ উপজেলার বান্দাইখাড়া হিন্দুপাড়া এলাকার শ্রী উৎফল এর ছেলে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বান্দাইখাড়া বিন্দুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শ্রী আকাশ সোমবার সকালে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সবার অজান্তে পাশে পুকুরের পানিতে পরে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মৃত্যু হয়।
এব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি এবং ছোট্ট শিশু আকাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন