ঝালকাঠিতে নদী, খাল ও জলাশয় রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ঝালকাঠিতে নদী,কাল ও জলাশয় রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ইমাম বিমান, ঝালকাঠি থেকে : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে আজ থেকে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও অবৈধ দখলদার উচ্ছেদের প্রথম ধাপের কার্যক্রম শুরু করেছে । 

আর তারই ধারাবাহিকতায় সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি জেলার সহযোগীতায় জেলা প্রশাসকের নেতৃত্বে সদর উপজেলাধীন বাউকাঠি বাজার থেকে শুরু করে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি জেলা কার্যালয় থেকে খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছিল। নোটিশ প্রদানের পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই ১৫টি বসতঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার মাধ্যমে উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযান চলাকালীন সময় ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান উপস্থিত ছিলেন। প্রথম ধাপে জলাশয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দ্বিতীয় ধাপে নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও আবর্জনা মুক্ত করে পানি চলাচলের উপযুক্ত করা হবে বলে সেই সাথে ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget