ইমাম বিমান, ঝালকাঠি থেকে : বাংলাদেশ
আবাহাওয়া অধিদপ্তর কতৃক ঘোষিত চলমান শৈত প্রবাহকে উপেক্ষা করে ঝালকাঠি
জেলা প্রশাসক মো: জোহর আলী রাতের আধারে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন
করেন। গত ১৯ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তর কতৃক ঘোষিত শৈত প্রবাহের কারনে
সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও বেড়েছে শীতের প্রকোপ। আর এই শৈত প্রবাহে শীতের
প্রকোপ থেকে জেলার হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষকে সাহায্যের জন্য গত
শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শৈত প্রবাহকে উপেক্ষা
করে রাতের আধারে ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী শহর থেকে গ্রামে ছুটে
শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেয়ার
মাধ্যমে ঝালকাঠি সদরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন।
ঝালকাঠিতে
জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজ করে চলেছেন
জেলা প্রশাসক মোঃ জোহর আলী। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে প্রকোপ
শীতকে উপেক্ষা করে ঝালকাঠি সুগন্ধা নদীর তীরবর্তী সদরের লঞ্চঘাট এলাকায়
গিয়ে দরিদ্র বেদে সম্প্রদায়দের তাবু মুড়ে থাকা বাসস্থান সহ, নদী সংলগ্ন
তীরবর্তী আবাসনে বসবাসরত বৃদ্ধ ও অসহায় মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন
সেই সাথে দরিদ্র ও অসহায় মানুষদের খোজ খবর নেন।
শীতের
কম্বল বিতরনের বিষয় জেলা প্রশাসক মোঃ জোহর আলী হতদরিদ্র, অসহায় ও মানবেতর
জীবনযাপন কাটানো শীতার্ত মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে
বলেন, একজন শীতার্ত মানুষকে সামান্য সহযোগিতা করলে অসহায় মানবেতর জীবন
থেকে রক্ষা পেতে পারেন। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি
কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফকরুল হোসাইন সাথে
ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন