নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া ২টি মোবাইল ফোনসহ দুই মোবাইল চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন, বগুড়া জেলার এরুলিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও নওগাঁ সদর থানার খলিশা কুড়ি গ্রামের রাশেদ ওরফে রাসেল (৪০)।
বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ওসি ডিবি একেএম শামসুদ্দীন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ৩০ নভেম্বর সদরের উকিল পাড়ার জিবনের বাসা হতে তার ব্যাবহারকৃত একটি আইফোন ৬প্লাস, সনি এক্সপেরিয়া জেড ৫ ও স্যামস্যাং জে ৪ মডেলের তিনটি মোবাইল ফোন চুরি হয়। চুরি যাওয়া তিনটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১লাখ ৩৮হাজার টাকা।
এ ঘটনায় জিবন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করলে তার প্রেক্ষিতে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার ভোরে চুরি যাওয়া দুটি মোবাইল ফোন সহ তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা শহরের প্রায় এক-দেড়শ মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেছেন বলে জানান ওসি ডিবি।
এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন