নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত


নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত
 বিজয়ের মাস উপলক্ষে নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাপাহার উপজেলার আদাতলা বিজিবি ক্যাম্পের অধিনে ২৪২/১০ আর.এস পিলার এলাকার অদুরে দক্ষিন পাতাড়ী বুড়িতলা মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ এর সম্প্রীতিতে বিজয়ের মাসে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ান এর আয়োজনে অনুষ্ঠিত ভলিবল ম্যাচে ভারতের পক্ষে নেতৃত্ব দেন নারায়নপুর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার এসি ডাল জিৎ সিং। তার নেতৃত্বে ১৪১ ও ৬০ বিএসএফের ২৩জন বিএসএফ সদস্যের একটি দল এবং বাংলাদেশের পক্ষে নওগাঁ ১৬ ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল একেএম আরিফুল ইসলাম এর নেত্বত্বে ৩০জন বিজিবি সদস্যের একটি দল ভলিবল ম্যাচে অংশ নেন। বাংলাদেশের ১৬ বিজিবি, ভারতের ৬০ বিএসএফ ও ১৪১ বিএসএফ এর সদস্যদের সমন্বয়ে দুটি গ্রুপে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৩-১ সেটে গ্রুপ-২, গ্রুপ ১ কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এ সময় সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, সাপাহার থানার ওসি আব্দুল হাই, পাতাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল মিয়া, বিজিবি ও বিএসএফের অসংখ্য সদস্যসহ শত শত দর্শক প্রীতি ম্যাচটি উপভোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget