রায়হান আলম: “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সন্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র্যালীর উদ্ধোধন ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বুধবার সকালে জেলা প্রশাসন ও টিটিসি আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও উত্তম সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, টিসিসির অধ্যক্ষ অহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার সর্বচ্চ রেমিটেন্সধারী ব্যাংক ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে ক্রেষ্ট প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন