নওগাঁর পোরশায় বিএসএফ এর গুলিতে ১ জন বাংলাদেশী গুরুতর আহত

নওগাঁর পোরশায় বিএসএফ এর গুলিতে ১ জন বাংলাদেশী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ১ জন বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যাক্তি হলেন সাপাহার উপজেলার রোদ গ্রামের মৃত্যু সোয়েদ মন্ডলের ছেলে ইব্রাহীম (২৬)।
সূত্র জানায়, সে মঙ্গলবার দিবাগত রাতে ভারতে প্রবেশ করে। সে গরু আনা নেয়ার কাজ করতো। একইদিন ভোরে সে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। ফেরার সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর) নং পিলারের নিকট দিয়ে আসার সময় ভারতের জতজগনপুর ক্যাম্পের ৬০ বিএসএফ সদস্যরা তার ডান পায়ে গুলি করে। এসময় গুরুতর আহত অবস্থায় সে কোনমতে বাংলাদেশের টেকঠা এলাকায় প্রবেশ করে।
১৬বিজিবি টহলরত সদস্যরা ইব্রাহীমকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ বিষয়ে পোরশা ১৬বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget