নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় মদ আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় মদ আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে ৮৫ প্যাকেট ভারতীয় মদ আটক করা হয়েছে। সংস্থার নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো.শফিউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খয়েরবাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে ৩৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ আটক করে। অপরদিকে একই দিন রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.সোলাইমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা জিনডিভি নামকস্থানে অভিযান চালায়। অভিযানে ৪৭ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ আটক করা হয়। এব্যাপারে ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান বলেন জি-প্লাস, বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটো অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। আটককৃত মাদকদ্র্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ২৭ হাজার ৫শত টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget