নওগাঁয় জনশুমারী ও গৃহগননা বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় জনশুমারী ও গৃহগননা বিষয়ে জেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান আলম: নওগাঁয় জনশুমারী ও গৃহগননা ২০২১ বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের পরিসংখ্যান বিভাগের যুগ্মপরিচালক এস,এম আনিসুজ্জামান, নওগাঁর উপ-পরিচালক শাহ আলম, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, আগামী ২রা ফেব্রুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে আর্ন্তজাতিক মানের জনশুমারী ও গৃহগননা করা হবে। তাই জেলার সকল কর্মকর্তা সহযোগিতা করার আহবান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, পৌর মেয় আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের সচিব আব্দুল্লাহ আল বাকীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগনরা উপস্থিত ছিলেন।#

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget