মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে ফেনসিডিলসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আহসান হাবিব বাবু (৪) ইসবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সে ওই ইউনিয়নের অন্তর্গত ধুরইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ধামইরহাট থানার উপপরিদর্শক অরুপ কুমার সঙ্গীয় ফোর্সসহ বাদাল চাঁনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আহসান হাবিব বাবু কে আটক করে। এদিকে গত মঙ্গলবার রাত ৮টার দিকে অপর এক অভিযানে ধামইরহাট ইউনিয়নের অন্তগর্ত জগৎনগর গ্রামের আব্বাস আলীর ছেলে ওবায়দুল ইসলাম (২৮) কে জগদল বিহার এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এব্যাপার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন