আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রার পাশে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ী কে ৮শত পিচ ইয়াবা সহ আটক করেনছেন নওগাঁ জেলা শাখা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করাহয়েছে। জানাগেছে, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে নিয়ামতপুর উপজেলার চৌড়াপাড়া থেকে ডিবির একটি অপারেশন দল তাদের আটক করেন। আটককৃত মাদক বব্যাবসায়ীরা হলেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে জাকির হোসেন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গনইর রোডপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে রনি মিয়া (২৪)। এবিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ওসি) ডিবি একে এম শামছুদ্দিন বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ী দের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে নিয়ামতপুর থানায় মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন