মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে এক গৃহবধু কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এক যুবক। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি প্রদান করে ওই ধর্ষক। অবশেষে বুধবার রাতে থানায় নির্যাতনের শিকার তানজিলা খানম বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক শরিফুল ইসলাম কে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
ধামইরহাট থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত তালান্দার গ্রামের নাজমুল করিম তার স্ত্রী তানজিলা খানম (২২) ও একমাত্র সন্তান কে রেখে জীবিকার তাগিদে ঢাকায় কামলার কাজ করতে যায়। এ সুযোগে একই গ্রামের মৃত নমির উদ্দিন তেলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) প্রায় সময় তানজিলা কে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিতো। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ৮ ডিসেম্বর তারিখ দুপুরে তানজিলাকে একটি অক্টো রিক্সা যোগে আত্রাই নদীর পার্শে রসপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় শরিফুল। প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার তানজিলা এতোদিন কাউকে কিছু বলতে পারেনি। অবশেষে সকল ভীতি উপেক্ষা করে তানজিলা ধর্ষক শরিফুল ইসলামের শাস্তি চেয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার ধর্ষণের মামলা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার মামলার প্রেক্ষিতে পুলিশ ধর্ষক শরিফুল ইসলাম আটক করে কোর্ট হাজতে পাঠিয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন